বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ
বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদ। ছবি: সংগৃহীত
বিশ্বের ৮০দেশকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের মধুর ক্যান্টিনে তাকে সংবর্ধনা দেবে সংগঠনটির নেতারা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জহিরুল ইসলাম বলেন, আজ কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে একটি গিফট বক্স দেওয়া হবে। গিফটের মধ্যে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কোরআন শরিফসহ আরও অনেক কিছু থাকবে।
প্রসঙ্গত, সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। যেখানে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। হাফেজ বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।