বায়ুদূষণে ৩২৩ স্কোর নিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ ঢাকা

ছবি: সংগৃহীত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার ৩২৩ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকার এই অবস্থান দেখা যায়।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা গেছে। বাতাসের এই মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এছাড়া ১৯৭ স্কোর নিয়ে ঘানার আক্রা ২ ও ১৭৬ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু ৩ নম্বরে আছে। ১৭৩ ও ১৬৭ স্কোর নিয়ে ভারতের মুম্বাই ও কলকাতা অবস্থান করছে ৪ ও ৬ নম্বরে। বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো ৫ ও সার্বিয়ার বেলগ্রেদ ৭ নম্বরে আছে; স্কোর: ১৬৯ ও ১৬৫।
