নারী ক্রিকেটের বিশ্বকাপ ২০২৫-এর জন্য বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী বুধবার, ৯ এপ্রিল, পাকিস্তানের মাটিতে। এই বাছাইপর্বে অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, যারা এখন পাকিস্তানে অবস্থান করছে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড এবং বাংলাদেশ—এই ছয় দল নিয়ে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হবে বাছাইয়ের লড়াই।
বিশ্বকাপের মূল পর্বে ইতোমধ্যে স্থান নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। তবে, বাছাইপর্ব থেকে আর দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।
পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম এবং লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে হবে ১৫টি ম্যাচ। এই বাছাইপর্বে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক পাকিস্তান। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল। এখন তাদের লক্ষ্য, বাছাইপর্বে টিকে থেকে শীর্ষ দুইতে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের দল প্রথম ম্যাচে ১০ এপ্রিল থাইল্যান্ডের মুখোমুখি হবে, পরের ম্যাচ হবে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী দলের কোচ হাশান তিলাকারাতে্নর বিদায়ের পর নতুন কোচ সরওয়ার ইমরানের অধীনে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারা। বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বিশেষত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলের বিপক্ষে, কিন্তু সম্ভাবনা একেবারে শেষ নয়।
এখনো অনেক কিছুই নির্ভর করছে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্সের ওপর। বাছাইপর্বে ভালো ফল লাভ করলে তারা নিশ্চিত করতে পারবে ২০২৫ বিশ্বকাপে নিজেদের জায়গা।