লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
জনসভার মঞ্চে উঠেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা হবে, কিন্তু খেলা কার সঙ্গে হবে? বিএনপি কোথায়? বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে। খেলা হবে ১ হাজার ৮৯৫ প্রার্থীর মধ্যে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোথায় গেল বিএনপির এক দফা? পল্টনের খাদে হারিয়ে গেছে বিএনপির এক দফা। তাদের এক দফা আন্দোলন ভুয়া। বিএনপির আন্দোলনই ভুয়া। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। বিজয়ের লাল সবুজ পতাকা হাতে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছব।
তিনি বলেন, কীর্তনখোলা, শেরে বাংলার দেশ, আজকের বরিশালে শেখ হাসিনার দুর্জয় গাথা। নির্বাচনী ইস্তেহারে শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারে না।