প্রার্থিতা ফিরে পেলেন সৈয়দ আশরাফের ছোটভাই, লড়বেন বোনের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ-১ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন সৈয়দ আশরাফের ছোট ভাই মেজর জেনারেল (অব:) সৈয়দ সাফায়েতুল ইসলাম। নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে গতকাল রোববার সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সৈয়দ সাফায়েতুল ইসলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৩ ডিসেম্বর বাছাইয়ের দিন তার মনোনয়ন বাতিল করেন কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: আবুল কালাম আজাদ। ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলামের ছোট বোন ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। লিপি এই আসনের বর্তমানে সংসদ সদস্যও।
সৈয়দ সাফায়েতুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ১ শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষর গরমিল করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেন।
সৈয়দ শাফায়েত রিটার্নিং অফিসারের অভিযোগ চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ হিসেবে মঞ্জুর করেন।
সৈয়দ সাফায়েত মনোনয়ন ফিরে পাওয়ায় কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনটিতে মূলত দুই ভাই-বোনের লড়াই হবে। মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সৈয়দ সাফায়েতুল ইসলাম ও ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম সৈয়দ নজরুল ইসলামের দুই সন্তান। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম তাদের বড় ভাই।