নোয়াখালী-৫ আসনের মনোনয়নপত্র নিলেন ওবায়দুল কাদের
মনোনয়নপত্র নিলেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ওবায়দুল কাদের।
এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।