কাল থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত
আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এই চার দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে সব বিভাগের জন্য আলাদা বুথ করা হয়েছে। আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি এই বুথগুলো উদ্বোধন করবেন।
এক বার্তায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং জমাও দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।
জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তারা দ্রুত জোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে চায়। তবে শরিক দলগুলো এখনো আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে এ ধরনের আলোচনার কোনো ইঙ্গিত পায়নি।
আজ শুক্রবার দুপুর ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা হতে যাচ্ছে। এতে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতি ও কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আজকের বৈঠক থেকে নির্বাচন পরিচালনার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হবে।
প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে না। তবে নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকেও নেতাদের খেয়াল রাখতে বলা হয়েছে।
দায়িত্বশীল নেতারা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের নামে বিরোধীদের তত্পরতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা আগেই দেওয়া আছে।
আওয়ামী লীগ ও জোটের শরিকসহ মোট নিবন্ধিত ১৫টি রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।