মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ । মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয় দুপুর ২টা থেকে। এদিকে সকাল থেকেই সমাবেশ স্থলে দলে-দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এদিকে ইসলামি আন্দোলনের সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এই সমাবেশ করছে দলটি।
দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন।