সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকরা কী অপরাধ করল, তারা তো নিউজ কাভার করতে গেছে। তাদের ওপর কেন হামলা হলো। এটার উপযুক্ত বিচার আমরা নিশ্চিত করবো।
শনিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশসহ সব আহতদের খোঁজখবর ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যে নৃশংসতা দেখিয়েছে এটি ২০১৩-১৪ সালের নৃশংসতা ও অনেক ক্ষেত্রে সেটিকেও হার মানিয়েছে। তারা যেভাবে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের কেউ ঢাকা মেডিকেলে কয়েকজন চিকিৎসা নিয়েছে এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছে। এভাবে সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। আমরা এটির তীব্র নিন্দা জানাই।
শনিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশসহ সব আহতদের খোঁজখবর ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, যে নৃশংসতা দেখিয়েছে এটি ২০১৩-১৪ সালের নৃশংসতা ও অনেক ক্ষেত্রে সেটিকেও হার মানিয়েছে। তারা যেভাবে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের কেউ ঢাকা মেডিকেলে কয়েকজন চিকিৎসা নিয়েছে এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছে। এভাবে সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। আমরা এটির তীব্র নিন্দা জানাই।
এর আগে, শনিবার রাজধানীতে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
