বিএনপির শীর্ষ দুই নেতা আটক

রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবুল কালাম আজাদ।ছবি সংগৃহিত
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’কে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।
অন্যদিকে, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আজ রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দুলুকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন তার স্বামী সকল মামলায় জামিনে আছেন।
