দ্বীনের পথ ও ব্যবসার কারণে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি: আদম তমিজী হক
হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক। ছবি: সংগৃহীত
ধর্ম পালন এবং ব্যবসার কাজে মনোনিবেশ করায় বাংলাদেশে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক।
শনিবার ( ৩০ সেপ্টেম্বর) দলীয় সভানেত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে লেখা আবেদনের একটি কপি ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
আবেদনে আদম তমিজি হক লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, যথাবিহিত সম্মানপূর্বক এই যে, আমি আদম তমিজি হক বিগত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছি এবং দলের পক্ষে যথাসম্ভব উন্নয়নমূলক কাজে অবদান রেখেছি। এই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করি।’
তিনি লেখেন ‘মাননীয় সভানেত্রী বর্তমানে আমি পরিবারসহ সৌদি আরবে স্থায়ী বসবাস শুরু করার কারণে রাজনীতির সঙ্গে সংযুক্ত থাকা সম্ভব হচ্ছে না। আমি জীবনের বাকি সময়টুকু দ্বীনের (ইসলাম ধর্মের) পথে এবং ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে চাচ্ছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’
এ বিষয়ে আদম তমিজি হক গণমাধ্যমে বলেন, ‘গত সাত বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছি, উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে দলে পদ দিয়ে সম্মানিত করেছেন। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। এখন আমি ধর্ম ও ব্যবসায় মনোযোগ দিতে চাই। সে জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশের কথা জানানো।
ওই দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান নগর আওয়ামী লীগের নেতারা।
তবে তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করলেন আদম তমিজী হক।