দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে:ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের।ছবি সংগৃহিত
দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১০ থেকে ১১ মিনিটের মধ্যে কাওলা থেকে ফার্মগেটের তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করা যাবে। এর সুফল রাজধানীবাসী পাবে।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে। মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ইতোমধ্যেই তা প্রমাণ করেছে। দেশের মানুষ এখন কথা শুনতে অভ্যস্ত নয়, কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা সরকারের উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণিত।”
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত বছরের ডিসেম্বর থেকে বিএনপি সরকারের পতনের কথা বলে আসছে। তারা সমাবেশ, পদযাত্রা, মানববন্ধন করেছে। সর্বশেষ গণমিছিল, কালো পতাকাসহ মিছিল করেছে। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের সরকারকে ধাক্কা দেওয়ার মতো উত্তাল তরঙ্গমালা কোথা থেকে আসবে, তা তিনি জানেন না।
প্রধানমন্ত্রী আগামীকাল বেলা সাড়ে তিনটায় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক্সপ্রেসওয়ের উল্লিখিত অংশের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরের দিন এক্সপ্রেসওয়ের অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।