জাতীয় নির্বাচনে নৌকার মাঝি হতে চান চিত্রনায়ক শাকিল খান
আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-৩ আসনে (রামপাল মোংলা) নৌকার প্রার্থী হতে চান চিত্রনায়ক শাকিল খান। তবে তার পাশাপাশি আরও ৩ জনও প্রার্থী হতে চান। সোমবার (২৮ আগস্ট) বিকেলে মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় এই আগ্রহের কথা জানান তারা।
রাজনীতিতে এখন বিনোদন জগতের তারকারাও পিছিয়ে নেই। আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ। এছাড়া অনেক তারকারা এবার নৌকার মাঝি হতে চান। তারা বিভিন্ন উপজেলায় প্রচারণাও চালাচ্ছেন। এ লিস্টে এবার নাম লেখালেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান।
নৌকার প্রার্থী এই চারজন দীর্ঘ দিন ধরে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। এদের মধ্যে চিত্রনায়ক শাকিল খান, শেখ আবু সাঈদ, শেখ আবু হানিফের বাড়ি রামপালে আর ইদ্রিস আলী ইজারদারের বাড়ি মোংলায়।
এ সময় এই শোকসভা ও আলোচনা সভা ছাপিয়ে নির্বাচনী বিশাল জনসভায় রূপ নেই। এই আসনে নতুন প্রার্থী দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন সম্ভাব্য ৪ প্রার্থী। তারা আশা করেন তাদের চারজনের মধ্যে একজনকে দিলে নৌকা জয় লাভ করবে। বর্তমান বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য রয়েছে বেগম হাবিবুন নাহার তালুকদার।
মোংলা উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ প্রমুখ।