তারেক-জোবাইদার কারাদণ্ড
শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানকে কিসের এত ভয়? তাঁর প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। আজকের সংক্ষিপ্ত বিক্ষোভ থেকে জানাচ্ছি, এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’
বিএনপির যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে প্রহসনের রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা (আওয়ামী লীগ) তারেক রহমানকে এতটাই ভয় পায়, তিনি (তারেক রহমান) কখন এ দেশে ছুটে আসেন, এমন অজানা আতঙ্ক ও ভয়ে থাকে।
এদিকে তারেক রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণার আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটার পর নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। সাড়ে তিনটার পর নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আজ বুধবার তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেককে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
