নয়াপল্টনে সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন বিএনপি নেতা-কর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা। ইতোমধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ৬টি ট্রাক দিয়ে অস্থায়ী এ মঞ্চ তৈরি করা হয়েছে।
এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বিএনপির পাশাপাশি সমমনা রাজনৈতিক জোটগুলোও এদিন ঢাকায় সমাবেশ করবে। যুগপৎ এই কর্মসূচি থেকে সরকার পতনের এক দফার ঘোষণা আসবে।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে বিএনপির এ সমাবেশ শুরু হবে। সমাবেশ মঞ্চ থেকে এক দফার ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে দলের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তাদের হাতে ব্যানার, ফেস্টুন, আর মুখে স্লোগান- ‘ফয়সাল হবে কোন পথে, রাজপথে রাজপথে’।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে বিকাল ৩টার দিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন-বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির মতো শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ। ২৩ শর্ত পালন সাপেক্ষে তাদের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
