রাজনীতিতে পরাজিত বিএনপির টার্গেট অর্থনীতি: কাদের
রাজনীতিতে পরাজিত বিএনপি অর্থনীতিকে টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নব কৌশলে বিএনপি অর্থনীতিতে আগুন জ্বালাতে চাচ্ছে।’
সোমবার (১ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি আন্দোলনে পরাজিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। সিটি নির্বাচনেও দেখবেন ঘোমটা পরা প্রার্থী। বাইরে দেখাবে তাদের প্রার্থী নেই, তলে তলে থাকবে তারেক জিয়ার প্রার্থী।
বিএনপির আন্দোলন মানুষ বুঝে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এসব ভুয়া, ২৭ দফা ভুয়া। যারা গণ-আন্দোলনই করতে পারেনি তারা গণঅভ্যুত্থান কীভাবে করবে। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা।’
মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লুটপাটের হাওয়া ভবন, মাগুরা মার্কা নির্বাচন, প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ ফিরে যাবে না। এ দেশের মানুষ অর্থ পাচারকারীর কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আরইউ/এমএমএ/