৫ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী, ৩টিতে নতুন মুখ
দেশের পাঁচ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীর তালিকায় দেখা গেছে গাজীপুর, সিলেট ও বরিশালে মেয়র প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। অন্যদিকে রাজশাহী ও খুলনাতে বর্তমান মেয়রকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
গাজীপুরে সাময়িক বরখাস্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে আজমত উল্লাহ খানকে। বরিশালে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আপন চাচা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন ভাগনে। এই সিটিতে দলীয় মনোনয়নের দৌড়ে চাচার কাছে হেরে বাদ পড়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ ছাড়া সিলেটে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রবাসী রাজনীতি করা এই আওয়ামী লীগ নেতা এবারই প্রথম সিটি নির্বাচনে প্রার্থী হলেন।
অন্য দুই সিটি, রাজশাহী ও খুলনায় প্রার্থী পরিবর্তন করেনি আওয়ামী লীগ। রাজশাহীতে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জমান লিটন এবং খুলনায় তালুকদার আবদুল খালেক পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এক নজরে ৫ সিটির প্রার্থী
গাজীপুরে অ্যাডভোকট আজমত উল্লা খান, খুলনায় তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামন চৌধুরী, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর, রাজশাহী ও সিলেট ২১ জুন এবং খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ হবে।
এনএইচবি/আরএ/