‘উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশের রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
সোমবার (১০ এপ্রিল) রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণকালে এ আহ্বান জানান তিনি। দিনব্যাপী বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার সারাই, হারাগাছ, কুর্শা, শহীদবাগ টেপামধুপুর ইউনিয়নে নিজে উপস্থিত থেকে অসহায় মহিলাদের মাঝে এসব শাড়ি বিতরণ করেন।
এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমি সব সময় বিপদে-আপদে আপনাদের পাশে ছিলাম, আজও আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দিচ্ছে। ঈদ উপহার হিসেবে কাউনিয়া উপজেলায় একটি পৌরসভাসহ ২৯ হাজার ২০৫ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জয়নুল আবেদীন, সহ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলী, আব্দুল জলিল, বালাপাড়াপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সস্পাদক মশিউর রহমান মশি, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হুমায়রা ইসলাম চাঁদনি, যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসজি