ক্ষুব্ধ মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের শুরুতে সাংবাদিকদের উপর হামলা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই রূপনগর, পল্লবী থানার নেতা-কর্মীদেরকে- আপনারা কি সত্যিকারই দলকে ভালোবাসেন? মনে হয় না।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানা বিএনপির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, তাহলে আজকে এই ঘটনা ঘটত না। আপনারা অতিথিদেরকে সম্মান করতে জানেন না। আমি অত্যন্ত দুঃখিত ও শোকাহত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তৃতা করছেন সেই সময়ে আপনারা এই সব ঘটনা ঘটিয়েছেন। আমি অনুরোধ করব দয়া করে শৃঙ্খলার সঙ্গে এখানে থাকেন। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতা-কর্মীদের অনুরোধ করব- আপনারা দয়া করে শৃঙ্খলাবদ্ধ হন। শৃঙ্খলা ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না, কোনো বিজয় লাভ করা যায় না।
তিনি আরও বলেন, আমি নিজে দেখেছি, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে। এরা কারা? এখানে আওয়ামী লীগের দালালরা ঢুকেছে, এখানে সরকারের দালালরা এসেছে। আমি আবারও আমার সাংবাদিক ভাইদের কাছে ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।
এরপরও কিছু উচ্ছৃঙ্খলকর্মী হৈ-চৈ শুরু করলে আবারও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এরা কারা? চুপ, থামো।’ নেতাদের প্রতিও তিনি ক্ষোভ ঝাড়েন কেন সাংবাদিকদের জায়গা নির্দিষ্ট করা হলো না।
এর আগে ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
এমএইচ/এসজি