প্রয়াত মেয়র খোকাকে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র, প্রয়াত বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে নয়াপল্টনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া। নয়াপল্টন অফিসের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ডাকাত ছিলেন না, ডাকাত এ বর্তমান সরকার। এরা ডাকাতি করে দিনের ভোট রাতে করেছে। এ সরকার ভোট ডাকাত। ডাকাতি করেই ক্ষমতায় টিকে আছে। একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে কীভাবে সম্মান দিতে হয় তা তারা (সরকার) জানে না। জানবে কী করে! মুক্তিযুদ্ধের দল দাবি করলেও আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। এ ফ্যাসিস্ট সরকার শুধু জনগণের অধিকার নয়, মুক্তিযুদ্ধের চেতনাও ডাকাতি করেছে।
বক্তারা অবিলম্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলকে তার এই ধৃষ্টতার জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। নতুবা আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী গণজাগরণ মঞ্চ তৈরি করে জনতার আদালতে এর বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রদল নেতারা।
উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের একটি সভায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ডাকাতের সন্তান হিসেবে মন্তব্য করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
এমএইচ/এসজি