মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অবস্থান কর্মসূচি পালনে বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বুধবার (২৯ মার্চ) বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

আগামী ১ এপ্রিল শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। উক্ত অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতারা কে কোথায় অংশ নেবেন তা চূড়ান্ত করা হয়েছে।

ঢাকা বিভাগ

১. ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মানিকগঞ্জ জেলায় ড. আব্দুল মঈন খান, ঢাকা জেলায় গয়েশ্বর চন্দ্র রায়, টাঙ্গাইল জেলা আহমেদ আযম খান, নারায়ণগঞ্জ জেলা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলা হাবিব-ঊন-নবী খান সোহেল, নারায়ণগঞ্জ মহানগর অ্যাড. আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, মুন্সিগঞ্জ জেলা ড. আসাদুজ্জামান রিপন, নরসিংদী জেলা অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার।

গাজীপুর মহানগর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

কুমিল্লা বিভাগ

কুমিল্লা দক্ষিণ জেলা জয়নুল আবেদিন ফারুক, সায়েদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মনিরুল হক চৌধুরী, চাঁদপুর জেলা মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর রাশেদা বেগম হীরা, কুমিল্লা উত্তর জেলা ব্যারিষ্টার রুমিন ফারহানা।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ সৈয়দ এমরান সালেহ, কিশোরগঞ্জ জেলা শরিফুল আলম, জামালপুর জেলা ওয়ারেছ আলী মামুন, নেত্রকোনা জেলা মোস্তাফিজুর রহমান বাবুল, শেরপুর জেলা ডা দেওয়ান সালাহ উদ্দিন বাবু।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম মহানগর বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলা মো শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা মীর মো. নাছির উদ্দিন, ফেনী জেলা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), জালাল উদ্দীন মজুমদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মাহবুবের রহমান শামীম, লক্ষীপুর জেলা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হারুন অর রশিদ, কক্সবাজার জেলা লুৎফর রহমান কাজল, বান্দরবান জেলা এ.এম.নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলা বেলাল আহমেদ ।

বরিশাল বিভাগ

বরিশাল মহানগর ব্যারিষ্টার শাহজাহান ওমর, ভোলা জেলা মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, নাজিম উদ্দিন আলম, বরিশাল উত্তর জেলা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল দক্ষিণ জেলা মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর জেলা এড. বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা এবিএম মোশাররফ হোসেন, বরগুণা জেলা আ ক ন কুদ্দুসুর রহমান, ঝালকাঠি জেলা মাহবুবুল হক নান্নু।

রাজশাহী বিভাগ

রাজশাহী মহানগর মিজানুর রহমান মিনু, বগুড়া জেলা হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ জেলা অধ্যাপক মো. শাহজাহান মিয়া, রাজশাহী জেলা হারুন-অর-রশিদ যুগ্ম, নাটোর জেলা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা জেলা মোসাদ্দেক হোসেন বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলা ওবায়দুর রহমান চন্দন, সিরাজগঞ্জ জেলা আমিরুল ইসলাম খান আলীম।

রংপুর বিভাগ

ঠাকুরগাঁও জেলা ও লালমনির হাট আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলা ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর জেলা সামজ্জোহা খান, নীলফামারী জেলা আনিসুজ্জামান বাবু, দিনাজপুর জেলা সৈয়দ জাহাঙ্গির আলম, রংপুর মহানগর আব্দুল খালেক, গাইবান্ধা জেলা অ্যাড. শফিকুল হক মিলন, সৈয়দপুর জেলা সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

ফরিদপুর বিভাগ

রাজবাড়ী জেলা জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা শামা ওবায়েদ, শরীয়তপুর জেলা খোন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর মহানগর সেলিমুজ্জামান সেলিম, মাদারীপুর জেলা আনিসুর রহমান তালুকদার খোকন ।

খুলনা বিভাগ

খুলনা মহানগর অ্যাড. নিতাই রায় চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা ড. মামুন আহমেদ, যশোর জেলা অনিন্দ্য ইসলাম অমিত, বাগেরহাট জেলা অধ্যাপক এ বি এম ওবায়দুল, খুলনা জেলা আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া জেলা মো. হারুন অর রশিদ, সাতক্ষীরা জেলা অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঝিনাইদহ জেলা অ্যাড. আসাদুজ্জামান আসাদ, মেহেরপুর জেলা জয়ন্ত কুমার কুন্ডু, মাগুরা জেলা কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নড়াইল জেলা মিসেস নেওয়াজ হালিমা আরলী।

সিলেট বিভাগ

সিলেট মহানগর অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট জেলা ড. মো. এনামুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা খন্দকার আবদুল মোক্তাদির, হবিগঞ্জ জেলা ডা. সাখাওয়াত হোসেন জীবন, মৌলভীবাজার জেলা আরিফুল হক চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়; জাতীয় নির্বাহী কমিটির সকল নেতারা নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন এবং কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন।

এমএইচ/এমএমএ/

 

Header Ad
Header Ad

২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ  

ছবিঃ সংগৃহীত

২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রায়ে চাকরিতে বহাল করে তাদের সব সুযোগ-সুবিধা দিতে বলা হয়েছে। এদের মধ্যে যেই তিন কর্মকর্তা মারা গেছেন মামলা চলাবস্থায় তাদের পরিবারকেও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি পৃথক আবেদনের শুনানি শেষে চাকরিচ্যুত ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করা হবে কিনা, সে বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আদালতে আপিলকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন এবং প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায় (রিভিউ) পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও মো. রুহুল কুদ্দুস।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়।

চার দলীয় বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে এই নিয়োগ নিয়ে তখন বিতর্ক দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে ৮৫ জনকে ওই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে ২০০৯ সালের ২৩ মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তারা আপিল করেন। এই আপিল মঞ্জুর করে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ২০১০ সালের ১২ এপ্রিল আপিল মঞ্জুর করে চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক চারটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়। এরপর ২০১০ সালের ২৯ এপ্রিল আপিল বিভাগের চোম্বার বিচারপতির আদালত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় ২০১১ সালে সরকারপক্ষ পৃথক আপিল করে।

২০২২ সালের ১ সেপ্টেম্বর পুনর্বহাল করতে প্রায় এক যুগ আগে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেওয়া সিদ্ধান্ত বাতিল করেন আপিল বিভাগ। ফলে তাদের চাকরিতে ফেরত আটকে যায়। পরে ২০২৩ সালে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে তারা আবেদন করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রিভিউ আবেদনের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।

Header Ad
Header Ad

সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা  

ছবিঃ সংগৃহীত

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন হতে যাচ্ছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়।

Header Ad
Header Ad

বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে: দিনেশ কার্তিক  

ছবিঃ ঢাকাপ্রকাশ

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল দুবাই গিয়েছিল। কিন্তু ভারতের বিপক্ষে হারের পর আজ নিউজিল্যান্ডের সঙ্গেও বাজে ক্রিকেট খেলে টুর্নামেন্ট গেছে টুর্নামেন্ট থেকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল যে ধরনের ক্রিকেট খেলছে, তা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক থেকে শুরু করে একাধিক ধারাভাষ্যকার পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্সের সমালোচনা করেছেন। বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের স্তরে নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে সাকিব আল হাসানকে ছাড়াই খেলছে টাইগাররা। সাকিব বিহীন দলটাকে কার্তিকের কাছে ছন্নছাড়া লাগছে।

বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজে’ কার্তিক বলেন, ‘আমি ভীত যে বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের স্তরে নেমে আসতে পারে। আগে তারা আইসিসি টুর্নামেন্টে একটা বা দুইটা ম্যাচ হলেও জিততো, এমনকি কম্পিট ও করতো। কিন্তু, সাকিব চলে গেলো, তাদের প্রতিটি বিভাগে ছন্নছাড়া বলে মনে হয়। দেখতে হতাশাজনক।’

কিউদের বিপক্ষে ভালো করতে পারেননি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ভারত ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন মুশফিক। সব মিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ এই দুই ক্রিকেটার। তাদের সমালোচনা করতে দ্বিধা করেননি কার্তিক।

মুশফিক ও রিয়াদের সমালোচনা করে কার্তিক বলেন, ‘তারা প্রায় ১৬-১৭ বছর ধরে একসাথে খেলেছে কিন্তু তাদের দেশের জন্য কিছুই জিততে পারেনি। তাহলে এত লম্বা সময় তাদের খেলানোর লাভটা কী?’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ  
সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা  
বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে: দিনেশ কার্তিক  
৪০ থেকে ৭০ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান  
ওয়াশিংটনে পেন্টাগন প্রধান ও সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ  
চুয়াডাঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ৪ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন 
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই  
যুবদল নেতার বাড়িতে বোমা হামলা-অগ্নিসংযোগ, আহত ১  
ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, অনুভূত হলো ঢাকাতেও
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা