সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হতাহতে ফখরুলের শোক
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ ও মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ওমরাহ পালন করতে যাওয়া বহু মানুষ হতাহত হয়েছেন।
হতাহতের মধ্যে ১৮ জন বাংলাদেশির মৃত্যু এবং আরো ১৭ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার মর্মস্পর্শী খবরে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে এত মানুষের হতাহতের ঘটনায় তাদের হতবিহ্বল পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এ ধরনের মৃত্যু তাদের পরিবার-পরিজনসহ দেশবাসীর জন্য খুবই বেদনাদায়ক। এই সড়ক দুর্ঘটনায় হতাহত নাগরিকদের দিশেহারা পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন যেন সড়ক দুর্ঘটনায় নিহতদের শোকাহত পরিবারগুলোকে এই শোক সইবার ক্ষমতা দান করেন।
আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি, যোগ করেন তিনি।
এমএইচ/এমএমএ/