বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার আজ
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি।
সোমবার (২৭ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতারের আয়োজন করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের সিনিয়র নেতারা বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে ইফতার করবেন।
এর আগে প্রথম রমজানে শুক্রবার (২৪ মার্চ) লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতারের আয়োজন করে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকাপ্রকাশ-কে জানান, ৭ রমজানে কূটনৈতিক ও ১১ রমজানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করবে বিএনপি। এ সব ইফতারে আমন্ত্রিতদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়াও এবারের ইফতার রাজনীতির বিশেষ গুরুত্ব হচ্ছে প্রথমবারের মতো ঢাকা মহানগরীর ৫০টি থানায় এ কর্মসূচি পালন করা হবে। অতীতে মহানগরের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হতো। কিন্তু আন্দোলনের প্রস্তুতির অংশ হিসাবে এবার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও রমজানকে সাংগঠনিক মাস ধরে পুরো কার্যক্রম পরিচালনা করা হবে। এ মাসজুড়েই চলবে সাংগঠনিক কার্যক্রম। ইফতার পার্টির মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার চিন্তা রয়েছে।
এমএইচ/আরএ/