নির্বাচন টার্গেট করে ইফতার রাজনীতি!
পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মাসব্যাপী চলবে রাজনৈতিক দলগুলোর ইফতার রাজনীতি। এরই মধ্যে প্রথম রমজান থেকেই ইফতার রাজনীতি শুরু করে দিয়েছে মাঠের রাজনীতির প্রধান বিরোধীদল বিএনপি।
ইফতার পার্টির মোড়কে নতুন করে শুরু হয়েছে বিএনপির রাজনীতি। যেহেতু এটা নির্বাচনী বছর তাই এবার বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইফতার রাজনীতি। বসে নেই অন্যান্য রাজনৈতিক দলগুলোও। প্রত্যেক রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইফতার পার্টির ব্যানারে রাজনীতির প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ও জাতীয় পার্টি ছাড়াও দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইফতার পার্টিকে কেন্দ্র করে মিলন মেলার আয়োজন করতে।
শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি। এতিম ও উলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতার আয়োজন করা হয়। এর পর পেশাজীবী, রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্তও রয়েছে দলটির।
খোঁজ নিয়ে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার বেশি ইফতার পার্টি করতে যাচ্ছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও ইফতারের আয়োজন করা হচ্ছে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সামনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথের চূড়ান্ত আন্দোলন তাই ইফতার রাজনীতির মাধ্যমে দলের নেতা-কর্মীদের চাঙা করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড।
দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, সংসদ নির্বাচনের আগে এটাই শেষ রমজান। তাই রমজান মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর ইফতার পার্টির আয়োজনের তোড়জোড়ও এবার অন্যান্যবারের চেয়ে অনেক বেশি থাকবে। শুধু কেন্দ্রীয়ভাবে রাজধানীতেই নয়, এবার রাজধানী ঢাকা বিভাগীয় মহানগর জেলা এমনকি গ্রামপর্যায়ে ইফতার পার্টির আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। উদ্দেশ্য ইফতার পার্টির আয়োজন এর মাধ্যমে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের রাজনীতিতে সক্রিয় করার চেষ্টা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ঢাকাপ্রকাশ-কে বলেন, রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি খুব একটা থাকে না। তাই এই মাসটিকে দলের সাংগঠনিক মাস হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছরের মতো এই বছরও ইফতার পার্টির পাশাপাশি বিএনপির পক্ষ থেকে রমজান মাসে দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় পার্টি (এরশাদ) এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইফতার পার্টিও বেশকয়েকটি বেশি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ভিন্ন পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাশ্রয়ী নীতি মেনে তিনি এবার রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না বলে জানা গেছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন বলে তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রী এবার আনুষ্ঠানিক কোনো ইফতার আয়োজন রাখেননি। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন তারই অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।
এসএন