সব মহানগরে প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা
দাবি আদায়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে বিএনপি। ১১তম কর্মসূচি হিসেবে আগামীকাল ১৮ মার্চ ঢাকাসহ দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু বিএনপি নয়, সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোও একসঙ্গে একই দিনে কর্মসূচিতে মাঠে থাকছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।
গত শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সারা দেশের মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল।
এদিকে দলের সাংগঠনিক মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় ড. আব্দুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বেগম সেলিমা রহমান, সিলেটে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বরিশালে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহে শামসুজ্জামান দুদু প্রমুখ।
এ ছাড়া সরকারবিরোধী রাজনৈতিক সমমনা দলগুলো- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, মোস্তফা মোহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য, কর্নেল (অব.) অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে।
এমএইচ/এসজি