বিএনপিসহ সরকারবিরোধী সমমনা দলগুলোর প্রতিবাদ সমাবেশ শনিবার
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে কোনো ছাড় দেবে না বলছেন বিএনপির নেতারা। তাদের ভাষ্য, আন্দোলনে দাবি আদায় করেই নির্বাচনে যেতে চায় তারা। গত ২২ আগস্ট থেকে জনস্বার্থ ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি। সারা দেশের উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পর ঢাকায় ১৬টি জনসভা করে দলটি। এরপর ১২ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করে।
দলটির দাবি, হামলা-মামলা-গ্রেপ্তার, পরিবহন বন্ধ করাসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিটি সমাবেশে জনতার ঢল নামে। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের এই অংশগ্রহণ দলের হাইকমান্ডকে বড় আন্দোলনে যেতে আশাবাদী করে তুলেছে। তাই যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। ২৪ ডিসেম্বর জেলা ও মহানগর এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্য দিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে দলটি। ১১তম কর্মসূচি হিসেবে আগামীকাল (১৮ মার্চ) দেশের সব মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু বিএনপি একা নয়, সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোও একসঙ্গে একদিনে কর্মসূচিতে মাঠে থাকছে।
আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতি বিরোধী প্রতিবাদ ও ঘোষিত ১০ দফা দাবি আদায়ে এবার ঢাকায় প্রতিবাদ সমাবেশ বিএনপির। শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। গত শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সারা দেশের মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন সড়কে ১২ দলীয় জোটের উদ্যোগে আওয়ামী সন্ত্রাস সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরা উক্ত সমাবেশে অংশগ্রহণ করবেন।
বিএনপি ছাড়াও একইদিন একই দাবিতে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশ করবে বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে। প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত দিকে গণফোরাম চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে মোস্তফা মোহসীন মন্টু নেতৃত্বাধীন গণ ফোরাম। কর্নেল (অব) অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি বেলা ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।
এমএইচ/এসজি