বিএনপির যৌথসভা ১৬ মার্চ
নতুন কর্মসূচি নির্ধারণ এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির ঘোষিত কর্মসূচি শনিবার ১৮ মার্চ মহানগরে প্রতিবাদ সমাবেশ বাস্তবায়ন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারণ এবং রমজানে দলের পক্ষ থেকে ৪টি ইফতার পার্টির আয়োজন কীভাবে যথাযথভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে করণীয় নির্ধারণ করতেই যৌথসভা অনুষ্ঠিত হবে।
যুগপৎ আন্দোলনে ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারা দেশে, মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। ধারাবাহিক কর্মসূচিতে গত শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে এক ঘণ্টার মানববন্ধন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। একই দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করছে আরও কয়েকটি দল।
এদিকে মঙ্গলবার (১৪ মার্চ) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আগামী ২৪ মার্চ পবিত্র রমজান শুরুর সম্ভাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের বছরগুলোর মতো এবারও এতিম ও আলেম ওলামাদের, পেশাজীবীদের, বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতাদের ও বাংলাদেশে অবস্থিত কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া এই অনির্বাচিত, দুর্নীতিপরায়ণ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির খতিয়ান জনসম্মুখে উন্মোচন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএইচ/এসজি