বিএনপি নেতাদের কোমর ভেঙে গেছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সারা বিশ্বে তার নেতৃত্বের প্রশংসা করা হচ্ছে। পাকিস্তান, ভারত আমাদের চেয়ে মাথাপিছু আয়ে পিছিয়ে আছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন সংসদে বলেছিলেন আমাকে ১০ বছর সময় দেন আমি দেশকে সুইডেন বানিয়ে দেব তখন তাদের এক এমপি বলেছিলেন সুইডেন নয় আগে বাংলাদেশ বানিয়ে দেখান। সরকার আজ দেশকে সব সূচকে এগিয়ে নিয়ে গেছে।
রবিবার (১২ মার্চ) বিকালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলেন, ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া-তারেকের নেতৃত্বে দেশ চলবে। কয়েকদিন আগে ফখরুল সাহেব বললেন, তারা সরকারকে টেনে ফেলে দেবে। কিন্তু সরকারকে ফেলে দিতে গিয়ে ফখরুলসহ বিএনপি নেতারা রশি ছিঁড়ে পড়ে গেছে, তাদের কোমর ভেঙে গেছে। এবার তারা হাঁটা শুরু করেছে। তারা আরেকবার টান দিতে গেলে এবার হামাগুড়ি দিতে হবে। বিএনপি নেতারা বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যেতে হবে। তা না হলে তিনি মারা যাবেন। কিন্তু আমি তাকে যখন দেখি তিনি এখনো দেশে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন।
তিনি আরও বলেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা পরিচালনা। একইসঙ্গে পুলিশের ট্রাফিক বক্সে হামলা, র্যাবের গাড়িতে হামলা, সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ও হারুনের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে কাদিয়ানী সম্প্রদায়ের উপর হামলা করতে। এটাই প্রমাণ করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশ ফুটেজ দেখে জড়িতদের ধরছে। আমরা তাদের বলেছি অযথা নিরীহ কাউকে হয়রানি না করতে। কে কোন দলে থাকে থাকুক জড়িতদের ধরতে হবে।
এসময় বিএনপির বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাবধান থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
শান্তি সমাবেশে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী অ্যাড. নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, নাইমুজ্জামান মুক্তা, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি