ঢাকা-লন্ডন থেকে উসকানিতে পঞ্চগড়ে হামলা: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে উসকানি ঘটানো হয়েছে। রাসুল (সা.) কখনো অন্যের ঘরবাড়ি পোড়ানোর কথা বলেননি, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ইসলামের শত্রু, রাজাকারের উত্তরসূরি।
তিনি বলেন, এই ঘটনার আগে শিবির পরিচালিত বাশেঁর কেল্লা এবং কাদিয়ানী ঠেকাও নামে ফেসবুক পেজ থেকে উসকানি দেওয়া হয়। একইসঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ এবং রুমিন ফারহানার আইডি থেকেও উসকানি ছড়ানো হয়। তা ছাড়া স্থানীয় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ভেতরে ভেতরে উসকানি দিয়েছে। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোটরসাইকেল নিয়ে গুজব ছড়িয়েছে।
রবিবার (১২ মার্চ) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় কাদিয়ানী সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে শালশিরি আহমদিয়া মসজিদ চত্বরে আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় জড়িত অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। মাটির নিচ থেকে হলেও পুলিশ তাদের ধরবে। এখানে যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের ক্ষতি কখনো পূরণ হবার নয়। সরকারের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে।
এসময় রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কাদিয়ানীদের সালানা জলসা আয়োজন কমিটির আহ্বায়ক আহমেদ তবশির চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাদিয়ানী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।
এসজি