খালেদা-তারেক দেশের উন্নয়ন চান না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান দেশের উন্নয়ন চান না।
তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমান ভালো করে জানেন দেশের টাকা, এতিমের টাকা কীভাবে মেরে খেতে হয়। তারা দেশের উন্নয়ন হোক এটা চান না।
শনিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিভাগীয় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা মানে নির্যাতন করা, শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামী লীগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আজ আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি মানুষের ঘরে ঘরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। আমরা ভূমিহীনদের ঘর উপহার দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা যখন মানুষের উন্নয়নে কাজ করি তখন বিএনপি কী করে মানুষের ভূমি দখল করে। আমার মনে আছে গফরগাঁও উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে রাতারাতি সেখানে পুকুর খনন করে কলাগাছের চারা রোপণ করে দেয়।
প্রধানমন্ত্রী বলেন, কাজেই বিএনপি যখন মানুষের সম্পত্তি দখল করে তখন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যাদের ঘরবাড়ি নেই, মাথার গোঁজার ঠাঁই নেই, রাস্তার পাশে পড়ে থাকে তাদের ঘরবাড়ি বানিয়ে দিচ্ছি। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। ইনশাআল্লাহ, দেশের একটি মানুষও গৃহহীন-ভূমিহীন থাকবে না। কারণ এই দেশ জাতির পিতা স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।
এদিন বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবতরণ করে। প্রায় ৪ বছর পর ময়মনসিংহে এসেছেন তিনি।
বেলা ২টা ৫০ মিনিটে সমাবেশের মঞ্চে উঠেন শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ফোলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিকাল ৩টার দিকে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
জনসভা ঘিরে এদিন সকাল থেকেই 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম'- এমন স্লোগানে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন নেতা-কর্মীরা। প্রিয় নেত্রীকে দেখার জন্য ও তার বক্তব্য শোনার জন্য বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে মানুষে জনসমুদ্রে পরিণত হয় সার্কিট হাউস ময়দান।
প্রধানমন্ত্রীর সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিভাগের তিন জেলা- জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা থেকে বিশেষ ৮টি ট্রেন চালু হয়। নেতা-কর্মীরা এসব ট্রেনে করে বিভাগীয় সমাবেশে যোগ দেন।
এসজি