নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ মিছিল

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও এসএম জাহাঙ্গীরের মুক্তির দাবিতে বুধবার (৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সভাপতি সুলতান উদ্দিন টুকু।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতারা।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে যুবদল নেতাদের গ্রেপ্তার করেছে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে তারা উন্মাদ হয়ে গেছে। তাই ক্ষমতায় টিকে থাকতে যুবদলের নেতাদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তার নির্যাতন করে তারা আমাদের ভয় পাইয়ে দিতে চায়।
সরকারকে সতর্ক করে সাবেক এই ছাত্রনেতা বলেন, অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ১০ দফা দাবি মেনে নিন। আটক নেতা-কর্মীদের মুক্তি দিন।
এসময় সহসভাপতি নুরুল ইসলাম নয়নসহ কয়েকশত নেতা-কর্মী উপস্থিতি ছিলেন।
এমএইচ/এসজি
