‘ফিনিক্স পাখি নামক বিএনপিকে দুর্বল করা যাবে না’
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখতে হবে- ছোটখাটো ভেদাভেদ ভুলে আমরা যদি নেতৃত্ব দিতে পারি তাহলে আজকের এই আলোচনা সার্থক হবে। বিএনপির বিরুদ্ধে জিয়াউর রহমানের সময় থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা কিন্তু ওয়ান ইলেভেন থেকে শুরু হয়নি। সেইদিন বিএনপির রাজনীতি ও নেতৃত্বকে ধ্বংস করতে খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখনো খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের এটা ভুলে গেলে চলবে না। এই ষড়যন্ত্র সমূলে উৎখাত করতে হবে।
বুধবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে, খালেদা জিয়াকে আটক রেখে এবং তারেক রহমানকে নির্বাসনে থাকতে বাধ্য করেও বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখি। ফিনিক্স পাখি নামক বিএনপিকে দুর্বল করা যায় নাই, যাবেও না।
মোশাররফ হোসেন বলেন, দেশের সব সংকট সমাধানে বিএনপির ২৭ দফা এবং ১০ দফায় এখন দেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণ কোনো কালে নেতৃত্ব দেয়নি। নেতৃত্ব দিতে হয় কোনো না কোনো রাজনৈতিক দলকেই। কাজেই সেই দায়িত্ব আমাদের নিতে হয়। এই সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপেটে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। সংকট সমাধানে জনমনে মুখে মুখে এখন স্লোগান- ফয়সালা হবে রাজপথে। কারণ জনগণ এই অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি চায়। আর সেই মুক্তি পেতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। আমরা যদি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই, খালেদা জিয়াকে যদি পূর্ণ মুক্তি করতে চাই তাহলে গণঅভ্যুত্থানের বিকল্প নাই। আশা করি অতিদ্রুত সেই দিনের সময় এসে গেছে…।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের সময় নাই। নিরপেক্ষ সরকার দিতে হবে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।
এমএইচ/এসজি