‘আওয়ামী লীগকে সাইজ করতে বিএনপি টিকে থাকবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। ১/১১ সরকারও জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই। ধ্বংসের ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আমাদের স্পষ্ট কথা, এখন সারা দেশে ৪০ লাখ নেতা-কর্মী মামলায় জড়িত হয়ে তারেক রহমানের পরিবারের অংশ হয়ে গেছেন। কাজেই শত চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি আপনাদের (আওয়ামী লীগ) সাইজ করার জন্য টিকে থাকবে।
বুধবার (৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আব্বাস বলেন, আজকের প্রধানমন্ত্রী সেদিন (১/১১ শাসনামল) বক্তব্যে বলেছিল ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার তাদের আওয়ামী লীগের আন্দোলনের ফসল। যার ফলশ্রুতিতে আমরা তখন জেলখানায় বসেই দেখেছি; একে একে আওয়ামী লীগ নেতারা মুক্তি পাচ্ছেন আর আমরা মুক্তি পাচ্ছি না। আজকের প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের সবার মামলা একে একে উঠে গেল, অথচ মামলা উঠেনি খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের। সেই আন্দোলনের ফসল হিসেবে আজও ক্ষমতায় টিকে আছে বিনাভোটে।
এমএইচ/এসজি