৭ই মার্চের বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ: নোমান
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন,৭ই মার্চ শেখ মুজিবুর রহমানের বক্তব্য রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু জিয়াউর রহমান যদি উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র সহজে পেতাম না। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হিসেবে নয় গৃহযুদ্ধ হিসেবে পেতাম।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে "জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ( জিসপ) উদ্যোগে দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশ বন্ধের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার পতনের আন্দোলন শ্লোগান হবে, বক্তব্য নয়। এই দিনে মুজিবুর রহমান সাহেব বক্তব্যের কারণে সমাদৃত হয়েছেন। বাংলাদেশের মানুষও উজ্জীবিত হয়েছিল। কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন নাই। নির্বাচনের মাধ্যমে দেশ স্বাধীন হয়নি, লড়াই করে দেশ স্বাধীন করেছি। স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ স্বাধীনতার পর পূরণ করতে পারে নাই। স্বাধীন বাংলায় লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। আবারো তারা লুটপাট শুরু করেছে।
তিনি বলেন, চলমান আন্দোলনের একটাই লক্ষ্য, এই সরকারের পতন ও গণতন্ত্র উদ্ধার করা। বিএনপি লড়াই করছে এটা ঠিক কিন্তু এই আন্দোলন সরকার পতনের আন্দোলন এবং সবাইকে এটির সফলতার দিকে নিয়ে যেতে হবে।
চলমান আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে নোমান বলেন, তারেক রহমান গণতন্ত্রের লড়াই শুরু করেছে, তাতে জনগণকে সম্পৃক্ত করব। আমরা এই লড়াইয়ে অবশ্যই জিতব। আমরা খালেদা জিয়া, তারেক রহমানের মুক্তি চাই না। আমরা চলমান রাজনৈতিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই সরকারকে পতন ঘটাব।
এমএইচ/এসআইএইচ