পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বিএনপির কর্মসূচি

পিলখানা ট্র্যাজেডিতে নিহত শহীদদের স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়— শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বনানীস্থ সামরিক করবস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মুনাজাত করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিদ্রোহী বিডিআর জোয়ানদের হাতে প্রাণ হারান ৫৮ জন সেনা সদস্য। বহুল আলোচিত এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা হিসেবে পরিচিত।
এমএইচ/আরএ/
