সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রায় বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও দমন-নিপীড়ন বন্ধ এবং খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে পদযাত্রা পালনে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নেতারা স্ব-স্ব জেলার কর্মসূচিতে অংশ নেবেন। বিভাগীয় সাংগঠনিক, সহ-সাংগঠনিক সম্পাদকরা স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আগামী ২৫ ফেব্রুয়ারির পদযাত্রা কর্মসূচি সফল করে ১০ দফার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হলো।

ঢাকা বিভাগ

ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মানিকগঞ্জ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারায়ণগঞ্জ স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, টাঙ্গাইলে ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমদ আযম খান, মুন্সিগঞ্জ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবদুস সালাম আজাদ।

কুমিল্লা বিভাগ

কুমিল্লা দক্ষিণ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা উত্তর যুগ্ম মহাসচিব হাবিব-ঊন-নবী খান সোহেল, চাঁদপুর বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ব্রাহ্মণবাড়িয়া সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ দক্ষিণ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুর ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নেত্রকোনা চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাড. ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তর সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শেরপুর বিএনপির সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম উত্তর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবান ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু, চট্টগ্রাম দক্ষিণ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, নোয়াখালী ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ফেনী চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ভিপি জয়নাল, রাঙ্গামাটি সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, খাগড়াছড়ি ভাইস চেয়ারম্যান মীর মো. নাসির উদ্দিন, লক্ষীপুর প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কক্সবাজার মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

বরিশাল বিভাগ

বরগুনায় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তর ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন, বরিশাল দক্ষিণ যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার, ভোলা আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, ঝালকাঠি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রাজশাহী বিভাগ

নওগাঁ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, পাবনা চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, বগুড়া চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, রাজশাহী যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কর্ণেল (অব.) আব্দুল লতিফ, নাটোর সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়পুরহাট বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জ সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন।

রংপুর বিভাগ

ঠাকুরগাঁও চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, দিনাজপুর ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, গাইবান্ধা যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রংপুরে চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, পঞ্চগড় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাট সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রাম কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সৈয়দপুরে গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, নীলফামারীতে সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

ফরিদপুর বিভাগ

রাজবাড়ীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ, মাদারীপুরে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া।

খুলনা বিভাগ

মাগুরায় ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, যশোরে চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, নড়াইলে চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ড. মামুন আহমেদ, মেহেরপুরে অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়ায় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, খুলনায় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সাতক্ষীরাতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, বাগেরহাটে শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঝিনাইদহে মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গাতে সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

সিলেট বিভাগ

হবিগঞ্জে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজারে চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ড. এনামুল হক, সিলেটে চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সুনামগঞ্জে সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. সাখাওয়াত হাসান জীবন।

এমএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন

বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। ছবি: ঢাকাপ্রকাশ

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা খরচ হলেও কোন সুফল নেই। সড়কে পণ্য পরিবহনকারী বাণিজ্যিক সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় সেবা দিতে পারছে না।

এদিকে ব্যবসায়ীদের অভিযোগ ভোমরা ও নওয়াপাড়া বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোল সড়কে স্কেল চালু করলে এ রুটে বাণিজ্য কমার আশঙ্কায় স্কেল ব্যবহারে তাদের আপত্তি রয়েছে। প্রতিবছর সড়ক উন্নয়নে সরকারি, বেসরকারি সংস্থা হাজার, হাজার কোটি টাকা ব্যয় করছেন।

তবে পণ্য পরিবহনকারী ট্রাক চালকেরা সড়ক আইন না মানায় অল্প দিনেই সড়ক গুলি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ছে। এতে সড়ক ব্যয় যেমন বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। সড়ক পথে ভারতের সাথে যে বাণিজ্য হয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে তার ৮০ শতাংশ হয় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে। বাংলাদেশ-জাপান বন্ধুত্ব সম্পর্ক বাড়াতে জাপানি এনজিও সংস্থা জায়কার অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় বেনাপোল পৌর গেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওয়িং স্কেল স্থাপন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ আগস্ট ওয়িংস্কেল পরিচালনায় ৪ কোটি ৪৭ লাখ টাকা চুক্তিতে ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার।

গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে কর্মকর্তা প্রকৌশলী ও কর্মচারীসহ স্কেল পরিচালনায় ৪২ জন কাজ করছেন। নিরাপত্তায় রয়েছে ৭ জন আনসার সদস্য। অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫ হাজার ও দ্বিতীয় টন প্রতি ১০ হাজার টাকা জরিমানা বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য শনাক্ত হলেও জরিমানা আদায় বা ওভারলোড বন্ধে কোন প্রতিরোধ মুলক পদক্ষেপ নিতে পারছেনা কর্তৃপক্ষ। এতে সরকারের বিপুল পরিমাণে অর্থ বিফলে যাচ্ছে তেমনি অতিরিক্ত পণ্য বহনে সড়ক নষ্ট হচ্ছে। পরিবহন ব্যবসায়ীরা বলছেন নওয়াপাড়া ও ভোমরা বন্দর সড়ক বাদ রেখে কেবল বেনাপোলে স্কেল চালু করলে এ রুটে ব্যবসা কমে আসবে। পার্শ্ববর্তী বন্দরগুলোতে স্কেল চালু হলে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি ব্যবহার করবেন ব্যবসায়ীরা।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, আমাদের পদ্মা নদীর এপারে বেনাপোল সহ আরো চারটি বন্দর রয়েছে। ভোমরা বন্দর, নওয়াপাড়া বন্দর ও মংলা বন্দর। ভোমরা বন্দর, নওয়াপাড়া বন্দর ও মংলা বন্দরে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন না করে বেনাপোল বন্দর সংলগ্ন সড়কে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সড়ক সু-রক্ষায় রক্ষায় বেনাপোল যশোর সড়কে ওন স্কেল স্থাপনকে আমরা সাধুবাদ জানাই। তবে অন্য তিনটি বন্দরে ওজন স্কেল স্থাপন করে একত্রে চারটি বন্দর সংলগ্ন সড়কে ওজন স্কেল চালু করার দাবি জানায়। শুধুমাত্র বেনাপোলে সড়কে ওজন স্কেল চালু করা করা হলে ব্যবসায়ীরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাবে। ক্ষতিগ্রস্ত হবে বেনাপোল বন্দর। এ জন্য এ স্কেল ব্যবহার করা সম্ভব হচ্ছেনা।

বেনাপোলের ব্যবসায়ী সাজেদুর রহমান জানান, বেনাপোল যশোর সড়কের পৌর গেট এলাকায় যে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করার ফলে ব্যবসায়ীদের মাঝে প্রতিবন্ধকতার সৃস্টি হয়েছে। প্রতিবেশী মংলা, ভোমরা ও নওয়াপাড়া বন্দরে কোনো ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করা হয়নি। বেনাপোল সড়কের ওজন স্কেল চালু করা হলে এ বন্দর দিয়ে ব্যবসা করা সম্ভব নয়। অন্য বন্দর দিয়ে ট্রাকে মাল একটু কম বা বেশি হলেও কোনো সমস্যা হবে না। তাহলে কেন আমি এ বন্দর দিয়ে মাল এনে জরিমানা দিব! পার্শ্ববর্তী অন্য বন্দর গুলিতে ওজন নিয়ন্ত্রণ স্কেল চালু করা হলে আর কোনো সমস্যা থাকবে না।

নাভারন হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান জানানা, বেনাপোল দেশের বৃহত্তম স্থল বন্দর। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে থাকে। এ বন্দরে আসা পণ্যবাহী ট্রাক গুলি বেনাপোল যশোর সড়ক ব্যবহার করে থাকেন। ট্রাক গুলিকে অতিরিক্ত পণ্য বহন করলেও কোন ওজন স্লিপ না থাকার কারণে অঅমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। পণ্যবাহী ট্রাকের ওজন নিয়ন্ত্রণ করার জন্য বেনাপোল পৌর গেটে ওজন নিয়ন্ত্রণ স্কেল স্থাপন করা হয়েছে। তবে ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ওজন নিয়ন্ত্রণ স্কেলটি চালু করা সম্ভব হচ্ছেনা। এ স্কেলটি চালু করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Header Ad
Header Ad

পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পাশাপাশি পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় শফিকুল আলম জানান, কাতারের সঙ্গে পারস্পারিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, কাতারে শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে।

তিনি বলেন, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমীর শেখ তামীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস। কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশ নেবেন ড. ইউনূস। সেখান থেকে আরও কিছুটা অগ্রগতির হবে রোহিঙ্গা সংকট সমাধানে।

তিনি বলেন, আপনারা জানেন নিউইয়র্কে সেপ্টেম্বরে ইউএন হোস্ট করতে যাচ্ছে রোহিঙ্গাদের উপর একটা বড় সম্মেলন। সেটারই প্রস্তুতি সুলভ এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। একের পর এক গ্লোবালি বড় বড় সম্মেলন করছি তার মধ্যে রোহিঙ্গা ক্রাইসিসের বিষয়টা অলমোস্ট যেটা হারিয়ে গিয়েছিল, সেটা আবার গ্লোবাল ডিসকাশনের যে ম্যাপ সেখানে ফিরে আসবে। আমরা সেখান থেকে খুব দ্রুত কিছু সমাধান পাব, এটা আমাদের আশা।

প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসবেন ২৪ তারিখ দিনগত রাত আড়াইটার দিকে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ঘনিষ্ঠ ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনুষ্ঠানিকভাবে ‘লক’ করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। এতে তাদের এনআইডি দিয়ে আর কোনো ধরনের নাগরিক সেবা, বিশেষ করে ব্যাংকিং লেনদেন বা সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করা সম্ভব নয়, কারণ কার্ডগুলো আর ভেরিফাই করা যাচ্ছে না।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “লক” প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে প্রায় এক মাস আগে, কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনার ভিত্তিতে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে ভিন্নধর্মী ব্যাখ্যাও।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিভিআইপি (VVIP) পর্যায়ের অনেকেই নিজের নিরাপত্তা ও তথ্য অপব্যবহার রোধে স্বেচ্ছায় এনআইডি লক করার অনুরোধ জানান। প্রয়োজন হলে তা আবার ‘আনলক’ করা হয়।

লক করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন—শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “এনআইডি লক করা হলে কার্ডটি কোনো কার্যক্রমে ব্যবহার করা যায় না। তবে এটি ভোটাধিকার বা নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় না।”

বিশেষজ্ঞদের মতে, এই লক কার্যক্রম এমন এক সময়ে এলো যখন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক হিসাব স্থগিত, তদন্ত ও রাজনৈতিক বিতর্কের ঝড় চলছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে, যা পরিচালনায় বাধা দিচ্ছে এনআইডি ভেরিফিকেশন না হওয়া।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অকার্যকর বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন
পলাতক সব এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’য় জুটি বাঁধছেন ইমন-দীঘি
বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
আ.লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে শেখ হাসিনার সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী
চুয়াডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
তৃতীয় সন্তান নিলে তুর্কি নাগরিকদের মাসে ১৬ হাজার টাকা ভাতা দেবে সরকার
গোপনে বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নেই প্রশিক্ষণ, মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা
মেঘনা আলমের মুক্তির দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি
মারা গেছেন পোপ ফ্রান্সিস
দেশে তিন স্তরে কমলো ইন্টারনেটের দাম, গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ সরকারের
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ নির্দেশনা
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান
পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের