মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায়: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ বুঝতে পেরেছে এই সরকার গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে না। তাই মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, আন্তর্জাতিক বিশ্বও মনে করে বাংলাদেশে গণতন্ত্র নেই। তাই গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ দেওয়া হয়নি। কারণ গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে ক্ষমতাসীনরা। মুক্তচিন্তাকে স্তব্ধ করার জন্য আওয়ামী লীগ সরকার বারবার বাধা সৃষ্টি করেছে, গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ করেছে।
ভাষা আন্দোলনে সফল হয়েও আজ দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই দাবি করে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, টাকা পাচারের কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে আর সরকার উন্নয়নের বুলি শোনাচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে কোথায় তা বিএনপিকে দেখিয়ে দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেছিলেন। ক্ষমতায় থাকার জন্য এই সরকার তা বাতিল করেছে।
আওয়ামী লীগ ঘোলা পানি সৃষ্টি করেছে, এই পানি যেন স্বচ্ছ হয় তাই তাদের বিদায় প্রয়োজন। রাজপথে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারের পতন করতে হবে বলেও মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
এমএইচ/এসজি