'বিএনপি বিদেশী কুটনৈতিকদের পদলেহন করছে'
রংপুরে শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রীআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি এতদিন মিছিল-মিটিং করেছিল। তাদের দম ফুরিয়ে আসায় এখন পদযাত্রা করছে। তারা দিনের বেলায় পদযাত্রা বা পদভ্রমন করছে, আর রাতের বেলায় বিদেশীদের অ্যাম্বাসিতে গিয়ে কুটনৈতিকদের পদলেহন করছে। এ দুটি নীতিতে চলছে বর্তমান বিএনপি।
বিদেশীরাও বুঝতে পেরেছে বিএনপির কোন সম্ভাবনা নেই। তাই অনেক অনুনয়-বিনয় করেও বিদেশীদের সঙ্গে সাক্ষাত করতে পারেনি বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না। এজন্য বিএনপি সারাদেশে আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে। এজন্য আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে তারপর মাঠ ছাড়বো। শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুরে শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী ড, হাসান মাহমুদ বিএনপিকে বিষধর সাপ আখ্যায়িত করে বললেছেন, তারা এখন পদযাত্রা করছে কিন্তু সুযোগ পেলেই তারা ছোবল মারবে। তাই দলের নেতা কর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে। বিএনপি আমাদের খোঁচা মেরেছে তাই আমরা মাঠে নেমেছি। আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা গুন আছে খোচা মারলেই জেগে ওঠে। তিনি শনিবার সন্ধায় রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।
শান্তি সমাবেশে তথ্য মন্ত্রী বলেন, আমরা মাঠ ছাড়বোনা জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে বসিয়ে আমরা মাঠ ছেড়ে যাবো তার আগে আমরা মাঠ ছেড়ে যাবোনা। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিএনপির যে কোন অরাজকতা আর সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তুত থাকার আহবান জানান।
তথ্যমন্ত্রী ড, হাসান মাহমুদ বলেন, ২০০৮ সালে দেশে সবচেয়ে ভাল নির্বাচন হয়েছে। সেই সময় বিএনপি আসন পেয়েছিল মাত্র ২৯টি। এরপর ২০১৪ সালে তারা পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে ডান, বাম, তালেবান সবাইকে নিয়ে ঐক্য করে মাত্র ৬টি আসন পেয়েছিল। জোট করে কোন লাভ না হওয়ায় তারা আবার জোট ভেঙ্গে দিয়েছে।
বিএনপি রাজনীতি থেকে পরিত্যক্ত ও টোকাইদের নিয়ে ৩৪ দলীয় জোট করেছে।বিএনপি সিরাজগঞ্জে কয়েকদিন আগে শান্তি সমাবেশে হামলা করেছে। তাদের নেতাকর্মীরা বন্দুক উচিয়ে সমাবেশে গেছে হামলা করতে। বিএনপি দেশে অশান্তি করার চেষ্টা করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করতে বাধ্য হয়েছি। মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. সফুরা বেগম, রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলামসহ অন্যরা। সমাবেশে রংপুর জেলার ৮ উপজেলা ও মহানগরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এএজেড