গণভবনে রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র দাখিলের আগে গণভবনে গিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রবিবার (১২ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিন চুপ্পু গণভবনে গেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ নূর -ই আলম চৌধুরী (লিটন চৌধুরী), সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।
পরে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেন সাহাবুদ্দিন চুপ্পু। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।
বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য। ২০০৬ সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা’।
এনএইচবি/এমএমএ/