‘ভুয়া দল’ বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে: তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বাংলার মানুষ নৌকায় ভোট দিয়ে তাদের অধিকার নিশ্চিত করেছে। আবারও তাই করবে। সংবিধান আছে, গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে, নির্বাচনী প্রতীক আছে। জনগণ নৌকায় ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরও শক্তিশালী হয়েছে। বিএনপি-জামায়াত সম্পূর্ণ ভুয়া। এই ভুয়া দলকে প্রতিহত করতে হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পুরান ঢাকার আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, খুনি জিয়া গণতন্ত্রকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সেই সঙ্গে সংবিধানকেও হত্যা করেছে। আজ তারাই সংবিধান পরিবর্তনের কথা বলে। গণতন্ত্রের কথা বলে। জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল বিএনপি। আওয়ামী লীগ জনগণের সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এটা তাদের সহ্য হচ্ছে না। আবারও জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস করতে চায় বিএনপি। তাদের দুঃশাসন, মিথ্যা মামলা আমরা দেখেছি।
তিনি বলেন, গণতন্ত্রের শুরু করেন বঙ্গবন্ধু। তা লঙ্ঘন করেছে বিএনপি-জামায়াত। যারা গণতন্ত্র লঙ্ঘন করেছে তারাই গণতন্ত্রের কথা বলে। সংবিধান পরিবর্তনের কথা বলে। বাংলাদেশের সংবিধান সব থেকে আধুনিক সংবিধান। সংবিধান কাটা-ছেঁড়া যাবে না।
এসময় সংবর্ধিত নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের উদ্দেশে তিনি বলেন, এই মহিউদ্দিন একজন পরীক্ষিত নেতা। দুঃসময়ের ত্যাগী নেতা। তার নেতৃত্বে ক্রান্তিলগ্নেও পুরান ঢাকার আওয়ামী লীগ সুসংগঠিত ছিল। কোনো দায়িত্বে তিনি পিছপা হননি।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণ ও লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জনাব জসিম উদ্দিন খান আজম এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শারফুদ্দিন আহম্মেদ সেন্টু।
এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করব। জাতির জনকের বাংলায় জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের একজোট হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে ও যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখতে সর্ব্বোচ্চ ত্যাগ করে যাব।
এসময় বিশেষ অতিথি হিসেবে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসজি