তুরস্কের প্রতি শোক জানিয়ে বিএনপির পদযাত্রা স্থগিত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ নিহতের ঘটনায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জানিয়ে ঢাকায় বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২টায় মতিঝিলের টিকাটুলি মোড়ে ব্রাদার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ১১ হাজার ২৩৬ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমএইচ/এসজি
