রাষ্ট্রপতি কে হবেন, শেখ হাসিনাই চূড়ান্ত করবেন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি কে হবেন, সে সিদ্ধান্ত আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের নেতা হিসেবে শেখ হাসিনাই চূড়ান্ত করবেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্যভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।
প্রথমবারের মত কোনো নারীকে এবার মনোয়ন দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এর কোনোটাই জানি না। আজকে সংসদীয় দলের বৈঠকে এই বিষয়ে প্রস্তাব আসতে পারে। এই বিষয়ে আমাদের সংসদীয় দল এজেন্ডা অনুযায়ী হয়তো আলোচনা করবে। বৈঠক পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর আজকের বৈঠকেই সব কিছু হয়ে যাবে, এটা এমনও নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন, তার আগ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং এটা আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চিন্তা-ভাবনা করছেন। তিনি আওয়ামী লীগেরও সভাপতি, সংসদীয় দলেরও নেতা। তিনি চিন্তা-ভাবনা করছেন, তিনি শেষ পর্যন্ত এটার সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের দল মেনে নেবে, সেটাই বাস্তবতা, সেটাই আমরা করে থাকি।’
সভাপতির সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এমনও হতে পারে যে আমরা সংসদীয় প্রধানের হাতে দায়িত্ব দিতে পারি। তিনি এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
স্বাধীনতার পর থেকে ২১ মেয়াদে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ তার দ্বিতীয় মেয়াদের শেষ প্রান্তে রয়েছেন। সেই হিসেবে নতুন রাষ্ট্রপতি হবেন এই পদে অষ্টাদশ ব্যক্তি।
আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে ভোট দেবেন। আর রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হন সংসদ সদস্যরা। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। আর সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। তাই আগামীকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন, সেটাও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
এমএইচ/এসজি