‘সন্নিকটেই সরকারের পতন ঘটবে’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সরকার আমাদের নেতা-কর্মীদের একের পর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে মনে করছে চলমান আন্দোলন স্তব্ধ করে দেবে। কিন্তু গ্রেপ্তারকৃত নেতা-কর্মীরা মুক্তি পেয়ে যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর আন্দোলন-সংগ্রামে প্রস্তুত আছে। বরং এ সরকার যত বেশি অত্যাচার করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনে সন্নিকটেই পতন ঘটবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গোপীবাগের বাসভবনে সদ্য কারামুক্ত ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশের মানুষই জানে না, বহির্বিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার দিকশূন্য হয়ে ক্ষমতায় টিকে থাকতে হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।
এমএইচ/এসজি
