বিএনপির সমাবেশ ঘিরে লোকে-লোকারণ্য নয়াপল্টন

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ১০টি বিভাগে বিক্ষোভ সমাবেশ আজ শনিবার (৪ ফেব্রুয়ারি)।
দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে শুরু হবে। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। লোকে-লোকারণ্য নয়াপল্টন এলাকা। বন্ধ হয়ে গেছে যানচলাচল। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়া পল্টন।
গত ২৫ জানুয়ারি সমাবেশ থেকে ১০ দফা দাবিতে বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল দলগুলো। যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ঢাকার বাইরে ২৪ ডিসেম্বর এবং ঢাকায় ৩০ ডিসেম্বর পালিত হয়। দ্বিতীয় কর্মসূচি ১১ জানুয়ারি, তৃতীয় ১৬ জানুয়ারি এবং চতুর্থ দফায় ২৫ জানুয়ারি কর্মসূচি পালন করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়া এককভাবে বিএনপি রাজধানী ঢাকায় ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন পদযাত্রা কর্মসূচি করে।
শনিবারের পূর্বঘোষিত সমাবেশে শান্তিপূর্ণভাবে বড় ধরনের জমায়েত ঘটাতে গত কয়েকদিন ধরে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও প্রস্তুতি সভা করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব ভার্চুয়াল বৈঠক করেন সারাদেশের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে।
এসএন
