‘বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের পতনযাত্রা’

বিএনপির পদযাত্রাকে আওয়ামী লীগের পতনযাত্রার শুরু বলে অবিহিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন’ উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আযম খান বলেন, বিএনপির পদযাত্রায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখে আওয়ামী লীগ সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপির পদযাত্রায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখে আওয়ামী লীগ নেতারা উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছেন। এর মানেই হচ্ছে বিএনপির এ পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রার শুরু।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণবিরোধী সরকার। তাদের ব্যাপক দুর্নীতির কারণে দেশ আজ অর্থনৈতিকভাবে চরম ঝুঁকির মুখে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। এ অবস্থায় নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণের দুর্দশা আরও বাড়াবে। এ স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের বাঁচার অধিকার, কথা বলার অধিকার ও ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন’র সভাপতি মোসা. আজিজা সুলতানার সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহসাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মীর মমিনুর রহমান সুজন, রমিজ উদ্দিন রুমি, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা হাফেজ আব্দুল কাদের, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নান্নু প্রমুখ।
এমএইচ/আরএ/
