সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক
জাতীয়তাবাদী সমমনা জোট ও বিএনপি লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি যুগপৎ আন্দোলন কর্মসূচিতে সারা দেশে বিভাগীয় সদরে সমাবেশ কর্মসূচি পালনে ঘোষণা দেওয়া আছে।
ওইদিন আরও নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। তবে কোন ধরেনর কর্মসূচি ঘোষণা করা হবে সেটা নির্ধারণ করতেই মূলত সমমনা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছে বিএনপির দায়িত্বশীল নেতারা।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে থাকবেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু।
আর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের মধ্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী গণ দল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল।
উল্লেখ্য, বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটি ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএমএ/