নেতা-কর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রীর জনসভাস্থল
রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা আজ রবিবার। আর এই জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে জনসভাস্থল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে শত শত বাসযোগো নওগাঁ থেকে জনসভাস্থলে ছুটে আসেন দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ। এ উপলক্ষে সকাল ৯টার দিকে মাদ্রাসা মাঠটি উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঢলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে সভাস্থল।
আওয়ামী লীগ নেতাদের ধারণা, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের জনসমাগম হবে। তারা জানিয়েছেন, এই জনসভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দুপুর ২টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান।
সূত্রে আরও জানা গেছে, জনসভাকে ঘিরে শুক্রবার (২৭ জানুয়ারি) রাজশাহীতে অবস্থান নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা । সমাবেশের আগে দিনব্যাপী মাঠ পরিদর্শনসহ মিছিল-মিটিংয়ে মাতিয়ে রাখেন তারা। শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে আসতে শুরু করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এদিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। যারা মাঠে প্রবেশ করছেন তাদের প্রত্যেককে পুলিশি চেকিং করা হচেছ। এর পাশাপাশি মঞ্চের পেছনে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন আছে।
এ প্রসঙ্গে র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার পিএসসি জানান, রাজশাহীতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে এসএসএফের সমন্বয় করার পাশাপাশি তারা তৎপর রয়েছেন। পোশাকে মোট ১৩টি পেট্রোল র্যাব সদস্যসহ সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করছে।
এসআইএইচ