বিএনপির দম ফুরিয়ে গেছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পুরোনো গাড়ির মতো। পুরোনো হলে গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও দম ফুরিয়ে গেছে। কয়েক দিন পরপর স্টার্ট হয়। তাই তারা নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, করোনাকালীন সময়সহ জাতীয় দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া কাউকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। আর বিএনপিকে তো শীতের পাখির মতো দেখা যায়। এখন তো কয়েকদিন বিরতি দিয়ে দিয়ে প্রোগ্রাম করে। বিএনপির অবস্থা পুরোনো গাড়ির মতো। গাড়ি যখন পুরানো হয়, তখন সচল রাখতে কিছু দিন পর পর স্টার্ট দিয়ে রাখতে হয়। ওই পুরানো গাড়ি যখন চলে না, ওটাকে মাঝে মধ্যে স্টার্ট দেওয়ার মতো বিএনপির এখন দম ফুরিয়ে গেছে। এখন নীবর পদযাত্রা কর্মসূচি দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসবেন। বিশাল জনসমুদ্রে ভাষণ দেবেন। জনসভাকে কেন্দ্র করে রাজশাহীতে সাজ সাজ রব বিরাজ করছে। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রাজশাহীর মাদ্রাসা মাঠ জনসভাস্থল হলেও পুরো রাজশাহী শহরজুড়ে জনসভা হবে। কারণ মাঠের বাইরে ১০ থেকে ১২ গুণ বেশি মানুষ থাকবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, গত ১৪ বছরে এই রাজশাহী শহর বদলে গেছে। যে ১৪ বছর আগে রাজশাহীতে এসেছে, সে ১৪ বছর পরে রাজশাহীতে এসে চিনতে পারছে না। জননেত্রী শেখ হাসিনার কারণে পুরো রাজশাহী অঞ্চলটাই বদলে গেছে। প্রধানমন্ত্রী সেদিন শুধু জনসভাই করবেন না। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, এটা নির্বাচনের বছর। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জনসভায় ভোট চাওয়া শুরু করেছেন। আমরাও দলের কর্মী হিসেবে মানুষের কাছে ভোট চাচ্ছি। আমরা সারা বছর মানুষের কাছে থাকি। আমরা শুধু এখন ভোট চাচ্ছি, তা নয়। আমরা গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি। মানুষের খোঁজ-খবর রেখেছি। মানুষের সুখে-দুঃখে, অভাব, অভিযোগে শুধু আওয়ামী লীগকে পাওয়া গেছে। দেশে যখন কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস হয়, তখন আওয়ামী লীগ নেতাদেরই খুঁজে পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা প্রমুখ।
এসজি