নয়াপল্টনে বিএনপি নেতা মজনু-জুয়েল গ্রুপের মধ্যে হাতাহাতি
গণ-অবস্থান কর্মসূচির মঞ্চে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় উভয় গ্রুপের পাঁচজন নেতা-কর্মীরা আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাইদুর, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। মঞ্চে বক্তব্য দেওয়াকে নিয়ে অনুষ্ঠানের সঞ্চালক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঙ্গে কথা কাটাকাটি হয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের। মঞ্চে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের সঞ্চালককে বক্তার তালিকা ছোট করার নির্দেশনা দেন। এসময় জুয়েল বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে বলেন। পরবর্তীতে জুয়েল বক্তব্য দেন। পরে তিনি রফিকুল আলম মজনুর সাথে দুর্ব্যবহার করেন।
এসময় মজনু বলেন যে, বক্তার তালিকা তারা তৈরি করেন না। বরং এটা বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে তৈরি করা হয়। তবুও জুয়েল ক্ষিপ্ত হন। এই বিষয়ে কথা কাটাকাটি মঞ্চেই থেমে যায়। তবে বিষয়টি মজনুর অনুসারীরা ভালোভাবে নেয়নি।
প্রত্যক্ষদর্শী জানায়, গণঅবস্থান শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে যান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় মজনু ও জুয়েলও বিএনপির মহাসচিবের রুমে প্রবেশ করেন। পরে মঞ্চে তর্কাতর্কির জের ধরে উভয় নেতার অনুসারীদের মধ্যে সেখানেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েলকে লাথি ও কিল ঘুষি দেন মজনুর অনুসারীরা। এরপর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে নয়াপল্টনে ভাসানী ভবনের পাশে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ ৩-৪ জনকে আবারো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর অনুসারীরা ধাওয়া করে কিল ঘুষি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রফিকুল আলম মজনু বলেন, সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। এটা মঞ্চেই থেমে যায়। পরের বিষয়ে তিনি জানেন না। অন্যদিকে আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
এসএন