শাহবাগে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি গণঅবস্থান কর্মসূচিকে প্রত্যাখ্যান এবং বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে শাহবাগে ছাত্রজনতার গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সড়কদ্বীপ (ডাস) থেকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এ মিছিলটি শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত কেন্দ্রীয় ছাত্রলীগের ‘অবস্থান কর্মসূচিতে’ এসে মিলিত হয়।
‘ছাত্রজনতার গণমিছিল’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল পরে শাহবাগে কেন্দ্রীয় ছাত্রলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। এসময় ‘ছাত্রদলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’, এমন নানা স্লোগান দিতে দেখা যায় তাদের।
বেলা সোয়া ১১টায় রাজধানীর শাহবাগ মোড়ের জাতীয় জাদুঘরের সামনে এই অবস্থান কর্মসূচি চলে বিকাল ৩টা পর্যন্ত।
‘ছাত্রজনতার গণমিছিল’ ও অবস্থান কর্মসূচির বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের মোকাবিলা করার বিষয়টিকে ছাত্রসমাজ নৈতিক দায়বদ্ধতা বলে মনে করে। সেই জায়গা থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা, নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে ছাত্রসমাজ অপশক্তিকে প্রতিরোধের জন্য ছাত্রলীগ সতর্ক অবস্থান নিয়েছে।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বর্তমানে ছাত্রলীগের কারণেই ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ রয়েছে। বিএনপি-জামায়াত সন্ত্রাসের সমার্থক। তাদের যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রুখতে ছাত্রলীগ বদ্ধপরিকর। আজকে যদি গণঅবস্থানের নামে কোনো সন্ত্রাসী সংগঠন গণহয়রানি করে, মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে তাহলে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে দমন করবে ছাত্রলীগ।
উল্লেখ্য, আওয়ামী সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল গত ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করা হয়। তারই প্রতিবাদী কর্মসূচি হিসেবে ছাত্রলীগ আজকের কর্মসূচি পালন করছে।
এসজি